ePaper

টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু’র কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান,৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ,মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খান। অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, এই পদক্ষেপ তাদের উদ্দেশ্য, টুকুকে বিজয়ী করার জন্য।অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। আমাদের রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন। এটি প্রমাণ করে বিএনপি জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।”তিনি আরও বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে দেশ কার হাতে যাবে তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।” উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *