নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে ধান কাটার পরপরই শুরু হয়েছে লবণ উৎপাদনের ব্যস্ততা। এক হাজার ৮৫৭ জন লবণচাষি মাঠে নেমে পড়েছেন নতুন মৌসুমের কাজ শুরু করতে।
লবণের বর্তমান বাজারদর এবং খরচ
বর্তমানে টেকনাফে লবণের দাম প্রতি মণ ৩০০-৩১০ টাকা, যা চাষিদের জন্য উৎসাহজনক। স্থানীয়ভাবে প্রতি মণ লবণ উৎপাদনে খরচ হয় প্রায় দেড়শ টাকা। এই মুনাফার সুযোগ কাজে লাগিয়ে চাষিরা দ্বিগুণ উদ্দীপনায় কাজ করছেন।
লবণ উৎপাদনের প্রধান এলাকা
টেকনাফের বিভিন্ন এলাকায়, যেমন হোয়াইক্যং, কাটাখালী, সুলিশপাড়া, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, এবং সাবরাং ইউনিয়নে লবণ উৎপাদনের কর্মযজ্ঞ চলছে। সরেজমিনে দেখা যায়, প্রতিটি মাঠে লবণচাষিরা নিরলসভাবে কাজ করছেন।
চাষিদের অভিমত
হ্নীলা সিকদারপাড়ার লবণচাষি আহমদ হোসাইন বলেন, “বর্তমানে লবণের দাম ভালো পাওয়ায় আমাদের লবণ গুদামে পড়ে থাকে না। এ বছর আরও ভালো দামের প্রত্যাশা করছি।”
শাহপরীর দ্বীপের চাষি সৈয়দ আলম বলেন, “সরকার যদি আমাদের ঋণ ও সঠিক মূল্য নির্ধারণে সাহায্য করে, তবে এ খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।”
বিসিকের তথ্য
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) টেকনাফের ইনচার্জ মিজানুর রহমান জানান, এই মৌসুমে টেকনাফে ৪,৫০৭ একর জমিতে লবণ উৎপাদন চলছে। ইতোমধ্যে সাবরাং ও শাহপরীর দ্বীপে ৭৫০ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। গত মৌসুমে টেকনাফে এক লাখ ৮০ হাজার ৯৩০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল।
উজ্জ্বল সম্ভাবনা
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার লবণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বিসিক কর্তৃপক্ষ এবং চাষিরা এই আশা নিয়ে কাজ করে যাচ্ছেন।
জেলার খবর: আরও পড়ুন
Read our ePaper : https://epaper.dailynabochatona.com/