সাজ্জাদ আহমেদ , ঝিনাইদহ
ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। পরে এক এক করে জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ প্রেসক্লাব,অংকুর নাট্য একাডেমী, শেল্টার সমাজ কল্যাণ সংস্থা,ডাস,গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণির মানুষ শ্রদ্ধাঞ্জলী জানান।পরে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে অংকুর এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন অংকুর এর সভাপতি আহসান হাবিব রনক , নাজিম উদ্দিন জুলিয়াস সাধারন সম্পাদক অংকুর একাডেমি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ,ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন, হাফিজুর রহমান সহ অংকুর একাডেমীর সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।এছাড়াও পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজনে ১৫ দিনব্যাপী বিজয় মেলা চলছে।
