সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ
ঝিনাইদহে অংকুরের বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ অংকুরের আয়োজনে গতকাল রাতে স্থানীয় প্রান্তিক কনভেনশন হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: এম এ মজিদ। অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অংকের সভাপতি মসলেম আলী, সাংবাদিক অ্যাডভোকেট শেখ সেলিম, অংকুরের সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব রওনক, নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, হায়দার আলী, সাংবাদিক সাজ্জাদ আহমেদ। আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ এর হাত থেকে বার্ষিক পরীক্ষার সনদপত্র গ্রহণ করেন।