ePaper

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি-ক্ষোভে ফুঁসছে জনতা

মো.জিয়াউল হক, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগসহ অনেকে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তারা অভিযোগ করেন, থানা পুলিশ এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে, যা দুঃখজনক ও রহস্যজনক। বক্তাদের মতে, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো ঘটনায় পুলিশের এ ধীরগতি পুরো প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্ত চলছে। এই মুহুর্তে কোন তথ্য দিতেও নারাজ তিনি। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর গুম করে রাখা শিশু ইলিয়াসের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *