শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর এলাকায় বহেরচালা গ্রামে মো. শামসুদ্দিন ছেলে হাফিজুল ইসলাম। ২৬ শে মে রোজ সোমবার শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে খোকা মিয়া (৫০) পিতা- জয়নাল আবেদীন ২। হাছেন আলী (৫৫) পিতা- রহম শেখ ৩। নাঈম শিকদার (২৫) পিতা- হাছেন আলী ৪। নিশাদ (২৫) পিতা- খোকা মিয়া ৫। সাইম শিকদার (২২) পিতা- হাছেন আলী। নিম্ন তপসিলবর্ণিত জেলা- গাজীপুর ও সাব রেজিঃ অফিস শ্রীপুর অধীন ৭নং কেওয়া মৌজাস্থিত এস.এ ৩৭৫ আর.এস ২৭৭নং খতিয়ানে এস.এ ১১০২, ১১০৭ আর.এস ৯৩৬৯নং দাগে ৩২.০০ শতাংশে জমি আমি পৈত্রিক ও খরিদ সূত্রে মালিক, বিভিন্ন প্রকার ফলজ বনজ গাছপালা রোপান করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। কিন্তু বিবাদীগন অন্যায় ভাবে পূর্ব শত্রুতার জের ধরে জমি নিয়া শত্রুতা পোষন করিয়া আমাদের সাথে এবং জবর দখলের চেষ্টা করলে আমার পিতা শামসুদ্দিন বাদী হইয়া পিঃ নং- ৫২৮/২৩, প্রসেডিং নং ৮৭/২৪ দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে শ্রীপুর পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করলে তৎকালীন পৌরসভার মেয়র সাহেব আমাদের কাগজপত্র পর্যালোচনা করিয়া আমাদের পক্ষে রায় প্রদান করেন। বিবাদীগনরা আমাদের প্রতি আরো ভিষণ ক্ষিপ্ত হইয়া বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। এই ধারাবাহিকতায় ইং ২০/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০টার সময় উল্লেখিত বিবাদীগন দা, লাঠি নিয়া জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমি জবর দখলের চেষ্টা করে। এ বিষয়ে আমার পিতা মো. শামসুদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ করি।