ePaper

জুলাই সনদ বাস্তবায়নে গনভোট-সংসদের দুই কক্ষে পিআরসহ ৫ দফা দাবীতে জামায়াতের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

আগামী সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নে গনভোট সহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে জামায়াত। গতকাল বুধবার দুপুরে নড়াইল আদালত চত্তরে জেলা জামায়াতের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসেন প্রমুখ। কর্মসূচিতে জেলা জামায়াতের নেতারা বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণের জন্য ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। তারা বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চজ পদ্ধতি চালু করা এবং এই পদ্ধতিকে ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্তির বিষয়ে গণভোট আয়োজনের জোর দাবি জানান। তাদের মতে, এটি জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে এবং একটি কার্যকর সংসদ গঠনে সহায়ক হবে। বক্তারা আরও উল্লেখ করেন, চজ পদ্ধতির মাধ্যমে নির্বাচনের পথে জনগণের আকাক্সক্ষা প্রতিফলিত হবে এবং দেশের বেশিরভাগ রাজনৈতিক দলও এর পক্ষে মত দিয়েছে। তাই সরকার কোনো অজুহাতে এই গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করতে পারে না। দাবি মানা না হলে, তারা জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। নড়াইল জেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা মানববন্ধনে ব্যানার ও হাতে অংশ নিয়ে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *