মো. আফজল হোসেইন,শ্রীমঙ্গল
হত্যা মামলার রহস্য উদঘাটন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার মো. আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার এম, কে এইচ জাহাঙ্গীর হোসেন। সভায় জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার থানাগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। জুলাই মাসে শ্রীমঙ্গল থানা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটন, আসামি গ্রেপ্তার, কার্যকরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক অপরাধ দমনে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) অলক বিহারী গুণকেও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন। তিনি জেলার সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
