ePaper

জায়েদ খানকে পছন্দ করেন জেমস

বিনোদন ডেস্ক

প্রায় বছরখানেকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে শো করেই ব্যস্ত সময় পার করছেন তিনি।সম্প্রতি দেশটির মিশিগান অঙ্গরাজ্যে শো করতে হাজির ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। সেখানেই তার সঙ্গে দেখা হয় জায়েদ খানের। দীর্ঘদিন পর গুরুর দেখা পেয়ে তার সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন এই চিত্রনায়ক।  সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। জায়েদ খান লিখেছেন, আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক—এই দোয়া সবসময়।এমন লেখার পাশাপাশি জেমসের সাথে একটি ছবিও শেয়ার করেছেন জায়েদ। যেখানে জায়েদকে কালো হাফপ্যান্ট আর সেন্ডু গেঞ্জিতে দেখা গেছে। আর এই বিষয়টি ধরা পড়ে শুভ কামালের। যিনি মিশিগানের এই অনুষ্ঠানের আয়োজক। পুরো আয়োজনে জেমসকে নিয়ে তার অভিজ্ঞতার কথা একটি ফেসবুক পোস্টে লিখেছেন তিনি। নিজের ফেসবুকে মিশিগান শোয়ের অভিজ্ঞতা শেয়ার করে জেমস–জায়েদের আড্ডার প্রসঙ্গ সম্পর্কে শুভ লিখেছেন, আরো সাথে ছিল জায়েদ খান ভাই। উনি থাকলে যেকোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তার হাফপ্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন— জিজ্ঞেস করে মজা নিলেন!এসময় তিনি বলেন,তারা (জেমস-জায়েদ) চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন— দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোন শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপনভাবে কথা বলেন। কথা সত্য। আপনি যদি কোন দেশের প্রেসিডেন্টও হন, আপনাকে গোণার টাইম নাই গুরুর। কিন্তু উনি যদি কাউকে পছন্দ করেন, তার জন্য গুরু অন্য মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *