ePaper

জামালপুর ডিবি-১ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

গত ১৫ জানুয়ারি ৮.৪৫ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন পৌর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন জামালপুর টু টাঙ্গাইল মহাসড়কের পাশে মা বাবার দোয়া ট্রান্সপোর্ট নামক ট্রাক স্ট্যান্ড হইতে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা. আসামী ১। মো. রাসেল হোসাইন(২৭), পিতা-মো. ইদ্রিস আলী, ২। মো. সাগর রহমান ওরফে শাকিল আকন্দ(২১), পিতা-ফজলুল হক আকন্দ, উভয় সাং-কাঁচাসড়া, ১নং কেন্দুয়া কালীবাড়ী ইউপি, থানা ও জেলা-জামালপুর। জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় ও জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-১ ওসি নাজমুস সাকিবের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) পিস ট্যাপান্ডেটল ট্যাবলেট ট্যাবলেট সহ সহ উক্ত ব্যক্তিদেরকে আটক করেন এসআই(নি.)/ মো. আসাদুজ্জামান ও এএসআই(নি.)/ মনিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় মাদক ব্যবসার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৩৮, তারিখঃ ১৬/০১/২০২৫ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১)এর ২৯(ক)/৪১ রুজু পূর্বক আটক ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *