ePaper

জামালপুরে যমুনার চরে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রকৃত ভূমি মালিকদের মানববন্ধন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা কৃষ্ণনগর মৌজার অন্তত: ৫শ একর ফসলি জমি  যমুনা চরের কুখ্যাত ভূমিদস্যু জয়নাল আবেদীন ও রমিজ উদ্দীনের নেতৃত্বাধীন বিশাল ভূমিদস্যু বাহিনীর জবর দখল থেকে পূণরুদ্ধারের দাবীতে

বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রকৃত ভূমি মালিকরা।

কাঠমা কৃষ্ণনগর মৌজার ফসলি ভূমির মাঠে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নেয়ারপাড়া ইউনিয়নের কাঠমা এলাকার বাসিদা এসএম আছাদুল্লাহ, জহুরল ইসলাম মন্ডল, আব্দুল লতিফ, রেজাউল কামার, হুমায়ুন কবির, আবু তাহের, বাদল বেপারী, সোলাইমান, আব্দুস সাত্তার প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায়বক্তারা জানান, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের দুইশতাধিক ভূমি মালিকদের পাঁচশ একর ভূমি তাদের বসতভিটা থেকে অন্তত: দুই কিলোমিটার দুরে কৃষ্ণনগর মৌজায় অবস্থিত। কৃষ্ণনগর মৌজার ওই জমিতে প্রকৃত ভূমি মালিকরা গত পাঁচ বছর ধরে বহু কষ্ট করে ফসল ফলিয়েও ভূমিদস্যুদের অত্যাচারে ফসল ঘরে উঠাতে পারেনা। কারণ যমুনার দূর্গম চেঙ্গানিয়া চরের কুখ্যাত ভূমিদস্যু জয়নাল আবেদীন প্রামানিক, রমিজ উদ্দীন প্রামানিক ও আব্দুল হামিদ প্রামানিকের নেতৃত্বাধীন বিশাল ভূমিদস্যু চক্রটি প্রতিবছরই ফসল পাকার সময় কৃষকদের নিকট থেকে বিঘা প্রতি পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করে। কেহ চাঁদা না দিলে তাদের ক্ষেতের ফসল ওই ভুমি দস্যুরা সন্ত্রাসী তান্ডব চালিয়ে কৃষকদের চাষ করা পাকা ফসল জোর করে কেটে নিয়ে যায়। এবছরও চাঁদা আদায় করার হুমকি দিচ্ছে এবং ফসল কেটে নেওয়ারও হুমকি দিয়েছে। এনিয়ে ভয়ে তটস্থ প্রকৃত ভূমি মালিকরা ভূমিদস্যুদের কবল থেকে তাদের চাষ করা পাকা ফসল রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন।

ওই মানববন্ধনে কৃষকরা আরো বলেন তারা ভুমিদস্যুদের বিরুদ্ধে জামালপুর আদালতে ছয়টি মামলা দায়ের করেও কোন প্রতিকার পায়নি। তাই তারা জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে ভুমি দস্যুদের বিরুদ্ধ জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও যৌথবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *