জামালপুর প্রতিনিধি
জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি প্রদান করায় জেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাফডজন সাংবাদিক। গত মঙ্গলবার রাতে সদর থানায় তারা এসব ডায়েরি করেছেন। জানা গেছে, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সৈয়দ শওকত জামান গত কয়েকদিনে তাঁর ফেসবুক আইডিতে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ ওইসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, মানহানিকর ও কাল্পনিক তথ্য প্রচার করে যাচ্ছে। মব সৃষ্টি করতে তিনি প্রেসক্লাব ও ওইসব সাংবাদিকদের বসতবাড়িতে হামলা করতে উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছে। সাংবাদিকসহ বিভিন্ন মহলের বিরুদ্ধে মানহানিকর একাধিক পোস্ট করা হয় ওই আইডিতে। তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট করে শান্ত জামালপুরকে অশান্ত করার পায়তারা করছে। সাধারণ ডায়েরির সাথে জেলা বিএনপির ওই নেতার উস্কানিমূলক পোস্ট করা ৮২ টি স্কিনশর্ট সংযুক্ত করেন সাংবাদিকরা। সাধারণ ডায়েরিতে সাংবাদিকরা নিজেদের ও প্রেসক্লাবে নিরাপত্তা প্রদানের দাবি জানান। জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শরিফুল ইসলাম ঝুকন, সাংবাদিক নাইম আলমগীর, সাংবাদিক রবিউল হাসান লায়ন ও সাংবাদিক সজল জামান। জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর প্রতিনিধি হাফিজ রায়হান সাদা জানান, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সৈয়দ শওকত জামান তার ফেসবুক আইডিতে তাকে সহ একাধিক সাংবাদিককে হামলা মামলাসহ নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। এসব ঘটনায় মঙ্গলবার রাতে তিনি সহ ৬ জন সাংবাদিক নিরাপত্তা চেয়ে সদর থানায় অভিযোগ করেছে। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, ৬ জন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেগুলো তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল বলেন, বিএনপির কোন নেতা-কর্মী মব জাস্টিস করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দল অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। শান্ত জামালপুরকে অশান্ত সৃষ্টির অপচেষ্টা করা বিএনপির ওই নেতার বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিবেন বলে মনে করেন স্থানীয় সাংবাদিকরা। পাশাপাশি তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বিএনপি নেতা সৈয়দ শওকত জামানের বক্তব্য জানতে তার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।