ePaper

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ৩য় ম্যাচে ৪ গোলে বিজয়ী মেলান্দহ

মো. রুহুল আমিন রাজু,জামালপুর

গত ৭ সেপ্টেম্বর রবিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অয়োজনে এবং জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগীতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ৩য় ম্যাচে খেলায় অংশ গ্রহণ করেন মেলান্দহ উপজেলা বনাম বকশিগঞ্জ উপজেলা। আজকের খেলায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জামালপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, মেলান্দহ উপজেলা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা কর্মকর্তা আতাউর রহমান, ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনিসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিফাইনাল খেলায় মেলান্দহ উপজেলা বকশিগঞ্জ উপজেলা কে ৪-০ শূন্য গোলে হারিয়ে মেলান্দহ উপজেলা বিজয়ে হয়। প্রথম দল হিসেবে মেলান্দহ উপজেলা ক্রীড়া সংস্থা সেমিফাইনাল নিশ্চিত করলো। ম্যাচে মেলান্দহ উপজেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড় রাহিদ ৩ গোল করে হ্যাট্রিক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *