ePaper

জানা গেল লিটনের মাঠে ফেরার সময়

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলার মাঝপথেই পাঁজরের চোটে পড়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টটিতে শেষ দুই ম্যাচের পাশাপাশি আফগানিস্তান সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজেও তিনি ছিলেন না। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-উইন্ডিজ দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে। এরপর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরবেন লিটন। জানা গেছে, পাঁজরের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।ওয়ানডে সিরিজ শেষে আগামীকাল (২৪ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। তবে আজই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন লিটন-শরিফুলরা। যদিও এখনও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। লিটন ছাড়াও কাঁধের ইনজুরি থেকে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনিও ছিলেন না। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ওয়ানডেতে তাদের কাছে মিরাজের দল পাত্তাই পায়নি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মিরপুরে স্পিননির্ভর উইকেট বানিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *