ePaper

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি ঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে মতিবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, জেলা প?লিশ, জেলা-উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ও তাদের সমর্থক এবং রাজনৈতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় নির্বাচনী আচরণি বিধির বিষয়ে প্রেজেন্টেশনের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতা, প্রার্থী, সাংবাদিকসহ অনেক মতামত প্রকাশ করেন।সভায় প্রধান অতিথি  সাধারন জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থী সহ সবাই আন্তরিকতায় সারা?দেশের মত এখানেও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন। পড়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কিডস কর্নার, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্পের উদ্বোধন, জেলা প্রশাসকের বাসভবনের মূলফটক উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *