ePaper

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সরাইলে আলোচনা সভা

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া  সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অনুষ্ঠানের প্রধান অতিথি সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন, বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মো. মহিউদ্দিন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির। উক্ত অনুষ্ঠানটি শিক্ষক মো. শাহিন ঠাকুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিমা সুলতানা, প্রধান শিক্ষক দুলাল চন্দ্রসাহা, প্রধান শিক্ষক কাউছার সুলতানা, শিক্ষক মো. রফিক মিয়াসহবিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সরাইলে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পরিশেষে কমল মতি ছাত্র ছাত্রীদের শুদ্ধ লেখনী, চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *