ইনসান সাগরেদ, পঞ্চগড়
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য কথায় মাঝে মাঝে উগ্র সাম্প্রদায়িকতার ছোয়া পাওয়া যায়। আমরা কখনোই প্রত্যাশা করিনা আমাদের পার্শবর্তি দেশ কখনই যুদ্ধে জড়িয়ে পড়ুক। কারন তাদের সাথে আমাদের শুধু বানিজ্যিক সম্পর্কটা গুরুত্বপূর্ন নয় পাশাপাশি পরিবেশটাও গুরুত্বপূর্ন। এর আগে যত দেশে দেশে যুদ্ধ হয়েছে পার্শবর্তি দেশগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা চাই যুদ্ধ যেন না হয়। আমরা মনে করি ভারত পাকিস্তান যাতে ধর্মীয় উস্কানি ব্যবহার না করে। প্রথম হামলাটি ভারত করেছেন। পেহেলগামে হামলার বিষয়ে তিনি বলেন কোন রকম প্রমান ছাড়া ভারত যদি বলে পাকিস্তান হামলা করেছে তাহলে আগে প্রমান উপস্থাপন করতে হবে। আর্ন্তজাতিক আদালত আর্ন্তজাতিক আইনে কিংবা অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমান উপস্থাপন করতে পারবে। সারজিস রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী দল আছি তারা যেন ঐক্যটি ধরে রাখি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপূরে বার আউলিয়ার মাজারের ওরশ শরিফ পরিদর্শনে এসে এসব্ কথা বলেন। এ সময় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ সহ মাজার কমিটির লোকজন উপস্থিত ছিল। এর আগে সারজিস ওরশ শরিফ উপলক্ষে মেলার বিভিন্ন দোকান ঘুরে দেখেন নাগর দোলায় উঠেন এবং শিশুদের খেলনা গাড়ি উপহার দেন। প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মেলায় আসেন।