আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো
ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম জেলা; ডা. মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক, ড্যাব, চমেক শাখা; ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক, ড্যাব, চট্টগ্রাম জেলা শাখা; ডা. ইফতেখারুল ইসলাম, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর শাখা এবং ডা. এস এম সারোয়ার আলম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।