সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন খান (নয়ন) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বাবু পার্থ পাল চৌধুরী ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কাশেম (২), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ মোহাম্মদ মোহাম্মদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক, সহ- সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মজুমদার বাবু, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন (তুরান), সহ কোষাধক্ষ্য প্রিন্স মাহমুদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ.এস.এম নাজমুল হক (নির্বাচিত), প্রচার সম্পাদক হুমায়ুন কবির বাদল, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন খন্দকার (নির্বাচিত)। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছে মঈনুল হোসেন (মজনু) (নির্বাচিত), শহিদুল ইসলাম, (নির্বাচিত), আরিফুল ইসলাম (নির্বাচিত), ঈমাম উদ্দিন ভূঁঞা (নির্বাচিত), আবদুল ওয়াদুদ শাকিল (নির্বাচিত), আহমেদ উল্যাহ (অনিক) (নির্বাচিত), মুহাম্মদ ফখরুল ইসলাম (নির্বাচিত), আবদুর রহিম (সুজন) (নির্বাচিত)। নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন করেছেন ফেনী জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান। নির্বাচনে ১২৩ ভোটের মধ্যে ১১৫জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।