ePaper

জলঢাকায় হাড়োয়া শিমুলবাড়ি দারুল হুদা মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

জলঢাকায় হাড়োয়া শিমুলবাড়ি দারুল হুদা দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি (দাখিল ও এবতেদায়ী স্তর) সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন সুসম্পূর্ন্ন হয়েছে। গত বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন টানা ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সুসম্পূর্ন্ন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার। শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দাখিল স্তর ও এবতেদায়ী স্তর দুটি পদে অভিভাবক সদস্য নির্বাচন করেন হাড়োয়া শিমুলবাড়ি দারুল হুদা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আসাদুজ্জামান খাঁন। উক্ত নির্বাচনে দাখিল স্তরে পদে ৪নং ক্রমিক নাম্বার নিয়ে ১নং অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। তার ভোট সংখ্যা ১শত ২০টি। ৩নং ক্রমিক নাম্বার নিয়ে ২নং অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন ইমদাদুল হক। তিনি ভোট পেয়েছেন ১শত ৯টি। ১নং ক্রমিক নাম্বার নিয়ে ৩নং অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান। তিনি ভোট পেয়েছেন ১শত ২টি এবং ২নং ক্রমিক নাম্বার নিয়ে অভিভাবক সদস্য পদ থেকে পরাজয় হয়েছেন আনারুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন মাত্র ৯৫টি। অন্যদিকে, এবতেদায়ী স্তরে ২জন অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটাভোটির মাধ্যমে সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন সাইবুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম ভোট পেয়েছেন ১৪টি ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোকসেদ আলী, সংরক্ষিত মহিলা পদে আয়শা সিদ্দিকা। দাখিল স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান, জান্নাতুল ফেরদৌসী এবং এবতেদায়ী স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান প্রমুখ। উক্ত অভিভাবক সদস্য নির্বাচনে সহকারী প্রিজাটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসার রক্ষক রাজু আহমেদ, অফিস সহায়ক মোক্তার আলী ও অবিনাশ চন্দ্র রায়। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ও সদস্য সচিব আসাদুজ্জামান খাঁন জানান দীর্ঘদিনের একটি কাংখিত প্রত্যাশা পুরন হলো এই সাধারণ অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে। মাদ্রাসাটির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এ নির্বাচিত কমিটির অভিভাবক সদস্যরা মোক্ষম ভুমিকা রাখবে এমনটাই আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *