মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
রাজধানী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার নীলফামারী জলঢাকার কৃতি সন্তান মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মরহুমা মাহেরিন চৌধুরীর কবর জেয়ারত ও পরিদর্শন করলেন বিমান বাহিনীর প্রধান এর পক্ষে গ্রুপ ক্যাপ্টেন অধিনায়ক বিএ এফ সি এন্ড ইউনিট, মমিনুল ইসলাম লালমনিরহাট। এ সময় আর উপস্থিত ছিলেন, ইউংকমান্ডার এস এম আনিছুজ্জামান উপ- অধিনায়ক বিএ এফ সি এন্ড এম ইউনিট লালমনিরহাট, মাষ্টার ওয়ারেন্ট অফিসার, মনিরুজ্জামান, ওয়ারেন্ট অফিসার, রেজা, ওয়ারেন্ট অফিসার, সাজিদ, ওয়ারেন্ট অফিসার, নয়ন, সার্জেন্ট নব কিশোর রায়, জলঢাকা থানা অফিসার ইনচার্জ, ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ বিমান বাহিনীর জেসিও ১২ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৩শে জুলাই বুধবার সন্ধ্যায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজ সংলগ্ন চৌধুরী পরিবারের পারিবারিক করব স্থানে পুষ্পমাল্য অর্পণ শেষে গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রিয় ভাবে সম্মাননা প্রদান করেন তারা। এ সময় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মরহুমা মাহেরিন চৌধুরীর যে বীরত্বের পরিচয় দিয়েছে তা সত্যিই বিরল দৃষ্টান্ত। ২০জন কোমলমতি শিশু শিক্ষার্থীকে বাঁচিয়ে দিয়ে তিনি নিজেই মৃত্যুর কোলে ঢলে পরেছেন। তিনি চেষ্টা করলে নিজেকে বাচাঁতে পারতেন কিন্তূ তিনি তা না করে বীরত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীদের জীবন রক্ষা করেছেন। এমন একজন মহান মানুষের কবর জেয়ারত করতে পেরে আমরা ধন্য। সেই সঙ্গে মৃত্যুর আত্মার কামনা সহ শোকাহত পরিবারটির প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করছি এবং তিনি আমাদের একজন পরিবার। আমি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মহা দায়ে কে আহ্বান করবো তার জন্য একটি স্মৃতি স্মরণ করা হয়। এর আগে সকাল ১০টায় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার এম.এ তারিক খাঁন মাহেরিন চৌধুরীর কবর জেয়ারত ও পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
