মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
নীলফামারী জলঢাকায় সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রেখে চলা দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জলঢাকায় জিরোপয়েন্ট মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনবাণীর প্রতিনিধি জাহিদ হোসেন লাল। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বসুন্ধরার প্রতিনিধি আবুল কালাম আজাদ সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি ও নায়েবে আমির কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিস্তা নিউজ টুয়েন্টিফোর-এর সম্পাদক ও জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, প্রেসক্লাব জলঢাকার সাবেক সভাপতি ও এস এ টিভি নীলফামারীর প্রতিনিধি মাহাবুবুর রহমান মনি, প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, মেহেদী হাসান, সারোয়ার হোসেন বাদশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি জেলা প্রতিনিধি, হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম বুলবুল, সাংবাদিক সংস্থার সেক্রেটারি, রিয়াদুজ্জামান রিয়াদ, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি গোলাম রব্বানী ডলার, সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন, রিপোর্টার্স ক্লাব সভাপতি মানিক মিয়া ,মফস্বল সভাপতি আলামিন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। তিনি বলেন, বর্তমানে যানজট, চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে, তাহলে সমাজের প্রতিটি স্তর নির্মল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে জলঢাকা কে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা যাবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও নায়েবে আমির কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সাংবাদিকরাই সমাজের বিবেক ও দর্পণ। সত্য তুলে ধরার সাহস না থাকলে সমাজে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি আরও গভীরভাবে শেকড় গাঁড়বে। দৈনিক জনবাণী বিগত ৩৫ বছর ধরে নিরলসভাবে সত্য প্রকাশ করে জন মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও এই পত্রিকা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্য, সততা ও পেশাদারিত্বই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। এজন্য সকল সাংবাদিককে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব জলঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো জলঢাকার প্রতিনিধি মাহিদুল হাসান। শেষে দৈনিক জনবাণীর ৩৫ বছরের গৌরবময় পথচলার ধারাবাহিক সাফল্য কামনা করে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
