মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
নীলফামারী জলঢাকায় সম্পাদন দলিল থাকা সত্ত্বেও জমি বিক্রির নামে প্রতারণা করায় প্রতিবাদ করলে সাবরেজিস্টার অফিস চত্বরেই অতর্কিত হামলার ঘটনায় ১০জনের নামীয় এবং অজ্ঞাত আসামী করে জলঢাকা থানায় এজাহার দায়ের করেছে রাশেদুজ্জামান রাসেল (৩৩)। গত সোমবার বিকালে সাবরেজিস্টার অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম বাসিন্দা মৃত পূর্ণ বর্মনের ছেলে শ্রী নিরঞ্জন রায় (৫০) এবং তার আপন ভাই শ্রী রমেশ চন্দ্র রায় (৬০) এর পৈতৃক সূত্রে নিজস্ব ভোগদখলিয় মৌজাঃ পশ্চিম বালাগ্?াম এর এস, এ খতিয়ান ১৪২৮, চুড়ান্ত বিয়েস খতিয়ান ৩৮২০, এস এ দাগ ৮৭০২, এবং চুড়ান্ত বিয়েস ১৫২৭২, দোলা ৫৮ শতক জমির মধ্যে ২৭শতক জমি আলোচনা সাপেক্ষে ক্রয় করতে ইচ্ছুক হয় জলঢাকা মাথাভাঙ্গা এলাকার মজিদুর রহমানের চার পত্রের নামে দলিল সম্পাদন করে রাখেন তিন চার মাস আগে বাদী রাশেদুজ্জামান রাসেল সহ (৩৩) তিন ভাইয়ের নামে সম্পাদন করে রাখেন। রহিদুজ্জামান, রিয়াজুল জান্নাত, হুজাইফা, রাশেদুজ্জামান রাসেল অভিযোগে বলেন, জমি ক্রয় বাবদ সাক্ষী মোকাবেলায় জমি মুল্যের সমুদয় টাকা বুঝিয়া নিয়া দলিল লেখক দ্বারা দলিল তৈরী করে সম্পাদন পত্র দেয় এবং জমির খাজনা খারিজ পরিশোধ পূর্বক কয়েকদিনের মধ্যে জমির দলিল দিবে মর্মে আশ্বস্ত করে। এমতাবস্থায় গত সোমবার জানতে পারি যে, আমাদেরকে জমি না দিয়ে পরিকল্পিত ভাবে অন্যজনের নিকট ওই জমিই বিক্রি করছে। এমন খবর পেয়ে সাবরেজিস্টার অফিসে এসে ঘটনার সত্যতা পাই। এ সময় বিষয়টি জানতে চাইলে প্রতিপক্ষ শ্রী নিরঞ্জন রায় জানান, মুল্য পরিশোধ পূর্বক আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় জমি অন্যজনকে দিবে বলে হুমকি দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায় পূর্ব প্রস্তুতি লোকজন নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে সাবরেজিস্টার অফিসের শান্ত পরিবেশ অস্থিতিশীল হয়ে পরে। তাদের পূর্ব পরিকল্পিত হামলায় ৩জন আহত হয়। রাশেদুজ্জামান রাসেল বলেন, আমাদের নিকট জমি সম্পাদন করে টাকা নিয়ে পরিকল্পিত ভাবে অন্যের নিকট চোক্ষের আরালে জমি বিক্রি করতে এসেছে। এটা তো চরম প্রতারণা। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় থানা পুলিশের সহায়তা কামনা করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আশা রাখি আইনের নিকট এ প্রতারণার সুষ্ঠু বিচার পাবো।