জলঢাকায় তিন ইউপি সদস্য চেয়ারম্যানের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

জলঢাকায় শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ইউপি সদস্য রশিদুল ইসলামের উপর অতর্কিত হামলা, পরিষদের তিন ইউপি সদস্যকে পরিষদ কার্যক্রমের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং শাক দিয়ে মাছ ঢাকার প্রত্যয়ে মিথ্যা মানববন্ধন করার প্রতিবাদে দূর্নীতি পরায়ন চেয়ারম্যানের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত ও ভুক্তভোগী তিন ইউপি সদস্য। রোববার সকাল ১১টায় তালুক শৌলমারী ডাকালীগঞ্জ বাজার সংলগ্ন ইউপি সদস্য রশিদুল ইসলামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এজাহারুল হক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী ফেমাজ উদ্দীনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনে শৌলমারী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম মেম্বার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নুরুজ্জামান জামান আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে একক অধিপত্য বিস্তার করে পরিষদ কার্যক্রম চালাচ্ছে। আমরা তিন ইউপি সদস্য বিএনপির রাজনীতি করি বিধায় পরিষদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন তিনি। গত ২৬শে মে ভিজিডি’র চাল বিতরনের প্রস্তুতি মুলক সভা চেয়ারম্যান তার নিজ বাড়িতে করে আমাদের না জানিয়ে। চাল বিতরনের সময় বরাদ্দের স্লিপ চাইলে চেয়ারম্যান অসাদাচর করেন এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে লাঞ্ছিত করেন। পরের দিন চেয়ারম্যান কৌশলে আমাদের বিরুদ্ধে উল্টো মানববন্ধন করেন এবং মামলা থেকে অব্যহতি চায়। আমরা জানতে চাই কোন মামলা। আমাকে মারলেন লাঞ্ছিত করলেন আবার আমাদের বিরুদ্ধে মানববন্ধন করলেন। লিখিত বক্তব্যে মেম্বার রশিদুল আরো বলেন, চেয়ারম্যান নুরুজ্জামান এডিপি, ভিজিডি এবং টিআর কাবিখা কাবিটার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে অর্থ আত্মসাৎ করেছেন। শুধু বিএনপি করার জন্য চেয়ারম্যান পরিষদ কার্যক্রম থেকে আমাদের তিন ইউপি সদস্যকে বঞ্চিত করেছন। আমরা স্থানীয় প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি এবং এমন দূর্নীতি পরায়ন চেয়ারম্যানের অপসারণ দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *