ePaper

জলঢাকায় ডাউয়াবাড়িতে জামায়াতের নির্বাচনী জনসমাবেশ

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। মাঠ-ঘাটে বিভিন্ন দলের প্রচার-প্রচারণা জমে উঠলেও সোমবার (২৪ নভেম্বর) ডাউয়াবাড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশ ছিল ব্যাপক আলোচনা ও আগ্রহের কেন্দ্রে। ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নেকবক্ত ফুটবল মাঠে সন্ধ্যায় শুরু হওয়া এ সমাবেশে হাজারো মানুষের ঢল নামে। স্থানীয় ভাবে দীর্ঘদিন পর এমন রাজনৈতিক সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি আঞ্চলিক রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-০৩ জলঢাকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও জেলা মজলিশে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মজলিসে সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক এম এ মুজাহিদ মাসুম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও শৌলমারী ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.কে.এম গোলাম মোস্তফা প্রমুখ। এই সমাবেশে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাদের প্রতিনিধি অবিনাশ চন্দ্র রায় বলেন আমরা সম্প্রীতির জলঢাকা চাই। উন্নয়নের ধারাবাহিকতা, সাম্প্রদায়িক সহাবস্থান ও নিরাপদ সমাজ গঠনে সবাই একসঙ্গে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ, ভোটাধিকার নিশ্চিতকরণ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলো, মাইক, ব্যানার ও জনতার স্লোগানে নেকবক্ত মাঠ পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। ময়মরুবি তরুণ-যুবকের ঢল এ নির্বাচনী সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-০৩ জলঢাকা আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা মজলিশে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি বলেন দেশে আজ ন্যায়বিচার, সুশাসন, নিরাপত্তা ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ প্রতিনিয়তই শোনা যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণই হলো সর্বশক্তির উৎস। আপনারা আমাদেরকে সুযোগ দিলে আমরা এ জনপদে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জবাবদিহিতামূলক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম ও স্থানীয় অর্থনীতিকে কেন্দ্র করে একটি টেকসই উন্নয়ন কাঠামো গড়ে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। জলঢাকাকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *