সুলতান মাহমুদ, জয়পুরহাট
জয়পুরহাট প্রেসক্লাবে সাবেক সচিব আব্দুল বারী’র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে আয়োজিত এ সভায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব আব্দুল বারী বলেন, “অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততার সাথে পালন করেছি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে এ এলাকার অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করব।” এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মওদুদ আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এএইচএম ওবাইদুর রহমান সুইট, কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
