ePaper

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে হত্যাচেষ্টা

সুলতান মাহমুদ, জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামে পূর্ব শত্রুতা ও পরকীয়ার মিথ্যা অপবাদের জেরে আজিজ নামের এক ব্যক্তির উপর হত্যাচেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। গত রোববার বেলা ১১টার দিকে ধানক্ষেতে এ ঘটনা ঘটে। এবিষয়ে গত কাল আজিজের মা বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে উল্লেখ করেন, একই গ্রামের প্রভাবশালী আব্দুর রহিমের ছেলে নাজির হোসেন(২৪) পরিকল্পিতভাবে স্ত্রীকে দিয়ে আজিজের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অপবাদ রটান। পরে নিজের লোকজন নিয়ে সালিশ বসিয়ে ভয়ভীতি দেখিয়ে আজিজের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। সেই সময় নাজিরের স্ত্রী লিখিত মোসলেখায় উল্লেখ করেনÑ “ইতিপূর্বে কিংবা ভবিষ্যতে কোনোদিনই আজিজের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।” কিন্তু এর পরও নাজিরের ভাই রবিউল(৩০), কুদ্দুস(৩৮), তাদের চাচা আব্দুল মজিদ(৪৮) আব্দুল রশিদ(৫৫) ও মজিদের ছেলে নাজমুল(২৫)। আবারও দুই লাখ টাকা দাবি করেন। আজিজের পরিবার তা দিতে অস্বীকৃতি জানালে রোববার সকালে ধানক্ষেতে একা পেয়ে গলায় গামছা পেচিয়ে, মুখে কাপড় গুঁজে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় যখম ও দুই পা ক্ষতবিক্ষত করে পায়ের রগ কেটে দেয় রবিউল ও কুদ্দসসহ অজ্ঞাত কয়েকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। আজিজের পরিবার লোকজন আরো অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা প্রথমে সামাজিকভাবে হেয় করেছে, পরে হত্যার চেষ্টা চালিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকায় কেউ নিরাপদ থাকবে না।” অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে তাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায় না তবে মুঠোফোন আব্দুল মজিদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা আমি ঘটনার সঙ্গে জড়িত নয়। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত এজাহার পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *