ePaper

জয়পুরহাটে জাকের পার্টির চেয়ারম্যানের জন্মদিন উদযাপন

সুলতান মাহমুদ, জয়পুরহাট

জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আয়োজনে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জামালগঞ্জ এলাকার একটি হলরুমে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের নেতাকর্মীর আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আবু শরীফ। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতা কর্মীরা। পরিশেষে দোয়া ও মোনাজাতে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের সম্পূর্ণ সুস্থ এবং দীর্ঘ হায়াত কামনা করেন এবং দীর্ঘ প্রত্যয় নিয়ে নতুন বছরের সূচনাতে জয়পুরহাটে জাকের পার্টির গণজোয়ার তৈরি করবেন বলে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *