ePaper

জয়পুরহাটে জাকের পার্টির সাংগঠনিক আলোচনা সভা

সুলতান মাহমুদ, জয়পুরহাট

জয়পুরহাটে জাকের পার্টির সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৫ উপলক্ষে উপজেলা ভিত্তিক সদর উপজেলার ভাদসা এলায় এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, সহকারি প্রেস সচিব ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুব ওলামা ফ্রন্টের সংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রজব আলী মাসুম জিহাদি। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সংগঠনিক সম্পাদক আবু শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। জেলা মহিলা ফ্রন্টের অসাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস টপি, সংগঠনিক সম্পাদিকা নাজমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা নাইস ও হিন্দু ভক্ত ফ্রন্ডের সভাপতি টুটুল কুমার ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীরাদের আগমন ঘটে আলোচনা সভাই। বক্তারা বলেন, অতীতকে ভুলে গিয়ে জাকের পার্টির ছায়া তলে এসে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *