সুলতান মাহমুদ, জয়পুরহাট
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেড়ে সাবেক পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে ছাত্রনেতা শামীমের উপর হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে হামলাকারিরা। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামীসহ ৫জনকে আসামীকে করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে।