ePaper

জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা

সুলতান মাহমুদ, জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইমাম সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার ও পৌর এলাকার মসজিদের প্রায় ৫ শতাধিক ইমাম, মোয়াজ্জেগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা লোকমান হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক ফয়সল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু ফাতাহ। সভায় বিভিন্ন ইমাম বলেন, দেশের নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় ইমাম সমাজের দায়িত্ব ও ভূমিকা অপরিসীম। তবে বর্তমানে ইমামগণ অনেক ক্ষেত্রেই নানাবিধ সামাজিক, আর্থিক ও সাংগঠনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা স্থানীয়ভাবে সম্মানজনক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়ন এছাড়াও সভায় ইমামদের জন্য মাসিক ভাতা চালু, চিকিৎসা সহায়তা, ধর্মীয় শিক্ষা বিস্তারে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ফয়সল আলিম তার বক্তব্যে ইমামদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাবে বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, “ইমামগণ সমাজের আলোকবর্তিকা। তাঁদের কথা শোনা এবং তাঁদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। সমস্যাগুলো আমি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবো এবং ধাপে ধাপে সমাধানের চেষ্টা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *