ePaper

জমি নিয়ে বিবাদ ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

হামিদুল্লাহ সরকার

নীলফামারী কিশোরগঞ্জে জমি নিয়ে বিবাদ ৪ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই বুড়াপাড়া সরকারপাড়া গ্রামের আফজাল হোসেনের সাথে একই এলাকার সেরাজুল, রাশেদুল ও রফিকুল গং দের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। এ বিষয়ে আফজাল হোসেন বাদী হয়ে কোটে একটি মামলা করেছে। ঘটনার দিন আফজালের পক্ষের লোক আলেফ তার নতুন বাড়ি রাতে পাহারা দিতে ছিল। এ সময় মামলার বিবাদী সিরাজুল গংরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশস্থ্য একটি রোপা ক্ষেতে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় ঘটনা টের পেয়ে আব্দুল আজিজ, জালেফ, আরিফুল আলেফকে রক্ষার জন্য এগিয়ে গেলে সিরাজুল গংরা তাদেরকেও লাঠি, রড দিয়ে বেধড়কভাবে মারপিট ও ছুরি দিয়ে মারাত্মক জখম করে বলে তারা এ প্রতিনিধিকে জানায়। পরে আলেফ, জালেফ, আব্দুল আজিজ ও আরিফুলকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *