ePaper

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চট্টগ্রামস্থ সুবর্ণ মেলা

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে হলে গেলো সুবর্ণচর উপজেলা বাসীর প্রাণের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। রোববার চট্টগ্রামের সাগরিকা রোড়ে অবস্থিত মোস্তফা হাকিম মিনি স্টেডিয়ামে বৃহৎ অনুষ্ঠানটির আয়োজন করে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম। সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ সোহরাব হোসেন সঞ্চালনায়, সমিতির সভাপতি পিবিআই চট্টগ্রাম জেলার এ.এস.পি আবু জাফর মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অহিদের রহমান নয়ন এর স্বাগত বক্তব্যের মাধ্যম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) প্রফেসর ডক্টর কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট এবি এম জাকারিয়া, খাগড়াছড়ি জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন সিরাজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যাপক মিজান বিন মজিদ, মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এস.এইচ.এল ফ্যামিলির পরিচালক মো. আনোয়ার হোসেন মিজান, রেসালাহ পরিবহনের জি.এম. মো. এমরান হোসেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নোয়াখালী কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা কল্যান সমিতি ঢাকা’র সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবদুস সোবহান, ৮ বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলার সেক্রেটারী মাও জামাল উল্লাহ মুকুল নং মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, ৩ নং চর ক্লার্ক ইউনিয়নের বিএনপির সভাপতি বশির আহমদসহ সুবর্ণচর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনিতীবীদ সমিতির উপদেষ্টা ডক্টর আকবর হোসেন নুরুল আনোয়ার বকুল, ফিরোজ মাহমুদ, হুমায়ুন কবির, মশিউর রহমান রাজু, সাইফুল ইসলাম, মাওলানা ফোরকান উদ্দীন, কার্যকরি পরিষদের কর্মকর্তা নাজিম উদ্দীন ফারুক, ওসি নুর আহমদ বাবুল, হারুনুর রশিদ কেফায়েত উল্লাহ জাবেদ, এনামুল হক ভুইঞা, এসআই নুরনবী, মো. অলি উদ্দীন, মো. মনির উদ্দীন, মো. আনোয়ার হোসেন, জোৎস্নারা বেগম, জাবেদ রহিম, ইকবাল হোসেন রুবেল, এনামুল হক, হেলান উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, শহীদুল ইসলাম জীবন সদস্য জাবেদ হোসেন জুয়েল, মো. রাসেল, আল আমিন, আবদুল আলিমসহ সমিতির সকল সদস্যবৃন্দ। ৪ পর্বের অনুষ্ঠানে নারী পুরুষের শিশু কিশোদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র, মেজবানী, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দীর্ঘ এক বছর পর একে অন্যের সাথে পরিচিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে, সুবর্ণ মেলা নয় এ যেন হয়ে উঠে এক খন্ড সুবর্ণচর। সকল ছোট-বড়, ধনী গরীব, রাজনৈতিক অরাজনৈতিক সকল শ্রেনী পেশার মানুষ মিলে মিশে একাকার হয়ে যান। ১০ বছর ধরে চলে আসা অনুষ্ঠানে প্রতিবছর অংশ নেয় প্রায় ১ হাজার থেকে ১০ হাজার সুবর্ণচরের জনসাধারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *