ePaper

জবিতে মধ্য শা’বানের রাত ও রামাদানের প্রস্তুতি সভা

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মধ্য শা’বানের রাত ও রমাদানের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০০৮ নং রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এবং মূল আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন। ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এী সভাপতিত্বে সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি বলেন, “সকলের মধ্যে বিভেদ দূর করে একত্রে মিলবন্ধন হতে হবে এবং ইসলামের মূল নীতি ধারণ করে শিক্ষার্থীদের জীবন পরিচালনা করতে হবে। প্রধান আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী বলেন, “কুরআনের অর্থ বুঝে সেই অনুযায়ী আমাদের জীবন বিধান গড়তে হবে, রমজান মাসে একবার হলেও সম্পূর্ণ কোরআন অর্থসহ বুঝে পাঠ করতে হবে। মনে করতে হবে এই রমজানই আমার জীবনের শেষ রমজান হতে পারে।” জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. রইছ উদ্দিন বলেন, “এবারের রমজান মাসে জবি কেন্দ্রীয় মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হবে এবং জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী মহাসমারহে অনুষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *