ePaper

জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল

লিয়াকত আলী, লালমনিরহাট

দেশের জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। মাহফিলে যোগ দিতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে লালমনিরহাটে এসেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ সময় তাকে দেখতে ও তার আলোচনা শুনতে লক্ষ লক্ষ উৎসুক মানুষের ঢল নামে লালমনিরহাটের বিভিন্ন অলিতে গলিতে। গতকাল শনিবার দুপুর দেড়টায় জেলা শহরের শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি। সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী বক্তা ও আলোচকরা। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন। মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এরপর দুপুর দুইটায় লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠের মঞ্চে উঠে বয়ান শুরু করেন ড. মিজানুর রহমান আজহারী। লালমনিরহাট ইসলামিক সোসাইটির আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে লালমনিরহাটে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। এমনকি এক দিন আগ থেকে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মানুষেরা আসা শুরু করেছে। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে করে লালমনিরহাটে পৌঁছেছেন। তার সার্বিক নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা চাদরে পুরো জেলা শহর ঢেকে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দল নিরাপত্তা অব্যাহত রেখেছেন। আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই মাহফিল সম্পূর্ণ হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *