ePaper

জঙ্গলে পাওয়া গেল যুবকের গলাকাটা মরদেহ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জমির পাশের একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক একই উপজেলার বি কে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় শিবচর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *