ePaper

জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উমেদনগরের বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার সিএনজি মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জ শহরের উমেদনগরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাকেশ রায় (৭০) হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *