মোহাম্মদ আলী, ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ২নং ওয়ার্ডে নদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হওয়া জেসমিন বেগম (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল মঙ্গলবার সকালে দেউলা ইকোপার্ক সংলগ্ন নদী থেকে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নদীতে গোসল করতে নামে জেসমিন বেগমের ছেলে। হঠাৎ পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে ছুটে যান মা। ছেলেকে উদ্ধার করতে পারলেও নিজে আর ওপরে উঠতে পারেননি তিনি। এরপর থেকে শুরু হয় তার খোঁজ। তিন দিন পর গতকার সকালে নদীতে ভেসে ওঠে তার লাশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে গঙ্গাপুরে। স্থানীয়রা জানান, ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেসমিন বেগম। বোরহানউদ্দিন থানার ওসি জানান, পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
