শেখ ইলিয়াস মিথুন,
মাগুরা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মাগুরা জেলা বিএন পি’র আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র্যালী চৌরঙ্গী মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোড এসে র্যালি শেষ হয়। এসময় বিজয় র্যালিতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “আজকের এই বিজয় র্যালি আমাদের অতীত সংগ্রামের প্রতীক, যা ভবিষ্যতের আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।” জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, জেল-জুলুম ও নিপীড়নের নজির সৃষ্টি হয়েছে, যা বিশ্বের যেকোনো স্বৈরশাসককেও হার মানায়। শেখ হাসিনা যেন এক ফ্যাসিস্ট শাসনের প্রতীক হয়ে উঠেছেন। আর আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে সংগ্রাম করেছেনÑতিনি পালিয়ে যাননি, আপসও করেননি।” বক্তারা আরও বলেন, “স্বৈরাচার সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”
