বিনোদন প্রতিবেদক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজবের শিকার হয়েছেন। খবরটি ছিল, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই খবরটি দ্রুতই ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় হইচই, এবং নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
এই নিয়ে অবশেষে মুখ খুলেছেন পূজা চেরি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তিনি লিখেন, “মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না, কিন্তু আজকের গুজবটি সত্যিই অযৌক্তিক।”
এছাড়া পূজা উল্লেখ করেন, “এটা শুধু রিউমার হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে ধর্মীয় বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা সত্যিই অত্যন্ত অপমানজনক। এর মাধ্যমে জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে। এমন রিউমার করা উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমি একজন অভিনয়শিল্পী। আমি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এবং এই পেশাকেই সম্মান করি। তবে আমি কখনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই।”
২০১২ সালে “ভালোবাসার রঙ” সিনেমায় শিশু শিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়। ২০১৮ সালে “নূর জাহান” সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর তিনি “পোড়ামন ২” সিনেমার মাধ্যমে দেশের সিনেমায় একক নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।
Share Now