সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ছাগলনাইয়া উপজেলা শাখার এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ জানুয়ারি ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাগলনাইয়া উপজেলা শিক্ষক সমিতির ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব রাধানগর আনোয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এডহক কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন, চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মনির হোসেন, রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুনির, ছাগলনাইয়া একাডেমীর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাদুর হোসেন, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র নাথ, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা, করৈয়া বুহপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির আহাম্মদ, বাঁশপাড়া আইডিয়াল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুর রহমান, মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ খোন্দকার, হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কাজিম উদ্দিন, পাঠান নগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহেনা আক্তার ও হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল হাসান ভূঁঞা।
