সাহেদ চৌধুরী, ফেনী
ফেনীর ছাগলনাইয়ায় ৯০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার সময়ে ছাগলনাইয়া থানাধীন দক্ষিণ বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পুলিশের একটি টিম সফল অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানে ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন লাঙ্গলমোড়া এলাকার মৃত আমিনুল হক এর পুত্র আসামী মো. নাজিম উদ্দিন(৩০) কে আটক করতে সক্ষম হয়। এ সময় আসামীর ব্যবহৃত সিএনজি সিটে থাকা বিভিন্ন রংয়ের ৪টি প্লাস্টিকের বস্তার ভিতর ৪৫ প্যাকেট গাঁজা, যাহার প্রতি প্যাকেটের ওজন ২ কেজি করে ৯০ কেজি গাঁজা, যার অবৈধ বাজার মুল্য ৯ লক্ষ টাকা এবং সাক্ষীদের উপস্থিতিতে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের এর প্রেক্ষিতে মামলা রুজু করা হইয়াছে।