ePaper

ছয় বছর পর রাফীর নায়িকা পূজা, এলো টিজার

বিনোদন প্রতিবেদক      

য়হান রাফীর পরিচালনায় ‌‘পোড়ামন ২’ ছবির নায়িকা হিসেবে ঢালিউডে পা রাখেন পূজা চেরি। সেখানে সিয়াম আহমেদের বিপরীতে তার অভিনয় দর্শকের মন ভরিয়েছে। ওই বছরই রাফীর আরেক সিনেমা ‘দহন’-ও অভিনয় করেছিলেন তিনি। সেখানেও নায়ক হিবে পেয়েছিলেন সিয়ামকে।এরপর সিয়ামের সঙ্গে আরও কাজ করা হলেও রাফীর ছবির নায়িকা হওয়ার সুযোগ আর মেলেনি। কেটে গেছে দেখতে দেখতে ছয় বছর। অবশেষে বিরতি ভাঙলো।ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। এর গল্পে দেখা যাবে হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, ‘রায়হান রাফী ভাইয়ের পরিচালনাতেই নায়িকা হিসেবে আমার যাত্রা শুরু। তার সঙ্গে কাজের অনুভূতি সবসময়ই সেরা। অনেক বছর পর আবারও তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। খুব ভালো টিম ছিল। আর ‘ব্ল্যাক মানি’র গল্পটাও অসাধারণ। কাজের অভিজ্ঞতাও ছিল চমৎকার। এখন কাজটি সবার পছন্দ হলেই আমাদের সব শ্রম সফল হবে।’ব্ল্যাক মানি সিরিজে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *