ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর পক্ষ থেকে নোয়াখালীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থ্য শারিরক প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী পৌর এলকার আলীপুর মিয়া বাড়ীর মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আহসান উল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুস্থ্য শারিরক প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।