নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরে চুরি করার সময় চিনে ফেলায় তাসলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দিয়েছে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওবায়দুল হক ওরফে তারেক।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম জানান, সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী তাসলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. তারেককে গ্রেফতার করে আদালতে তোলা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
সিঙ্ক-মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী।