চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১১ টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে এবং শ্বেতকপোত অবমুক্ত করণের মধ্যদিয়ে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী (বিএম)। চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক সামসুল হক। সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী (বিএম) বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনার পর আমরা যে আকাঙ্খা চেয়েছিলাম সেটুকু পাইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। বাংলাদেশে নতুন কিছু হবে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আশার আলো দেখতে শুরু করেছি। আমাদের আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। তারা দেশের সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবে। তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশে সকল স্থানে নিরবে নিভৃতে দেশ মাতৃকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ১৯৫২ এর ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে তারা সংগ্রামে অকাতরে প্রাণ দিয়ে গেছেন। মো: নূরুল হাসান ফরিদী বলেন, দেশের সকল উন্নয়নে আনসার ও ভিডিপির বাহিনীর সদস্যরা সর্বক্ষেত্রে সু-সম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভূতপূর্ব সাফল্য বয়ে আনছে। দেশের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। যাতে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখতে পারে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা ভিডিপির সদস্য আব্দুল কাদের। চুয়াডাঙ্গা আনসার ও ভিডিপির সদর উপজেলা প্রশিক্ষক তানিয়া ফেরদৌস এর সঞ্চালনায় সমাবেশের আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভিডিপি আলমডাঙ্গা ইউনিটের ইউনিয়ন দলনেতা সিরাজুল ইসলাম এবং গীতাপাঠ করেন ভিডিপি সদস্য শ্রী শুভ কুমার দাস। সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ চুয়াডাঙ্গার জেলার আনসার ভিডিপি অফিসার, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষীকা এবং অন্যান্য ভিডিপি সদস্যদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও তিন জনকে বাইসাইকেল উপহার দেয়া হয়।
Related News
কাশিমপুরে প্রতারণা ও অন্যান্য মামলায় ৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ
- Nabochatona Desk
- September 12, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর গাজীপুর মহানগরের কাশিমপুরে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। পুলিশ জানায়, মহানগরের […]
নির্বাচনের জন্য আরো ৮৫ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হবে … নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক
- Nabochatona Desk
- February 24, 2025
- 0
আল আমিন, নারায়ণগঞ্জ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন […]
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১১ জনকে উদ্ধার
- Nabochatona Desk
- September 19, 2025
- 0
নুরুল আলম সিকদার, কক্সবাজার কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বন্দুক-গুলি ও দেশী […]
