ePaper

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মো. ইস্রাফিল নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ইস্রাফিল (৩৯) দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে মাদকদ্রব্য পাচার হচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দামুড়হুদা উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এ সময়ে বিচুলি বোঝায় চুয়াডাঙ্গা অভিমুখি একটি আলমসাধু তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় একই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালিন এসআই আমির আব্বাস বাদী হয়ে দুইজনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান একই বছরের ১১ অক্টোবর আদালতে তিন জনের নামে চার্জশিট দাখিল করেন। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘এ মামলায় দীর্ঘ শুনানিতে আদালত দশ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *