চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক করা হয়েছে দুই চোরাকারবারিকে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দপ্তরের সামনে অবস্থান নেয় বিজিবি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) গতিরোধ করা হয়। গাড়ি থেকে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪১১ গ্রাম যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের -মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ওই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ারর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।