চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। স্বর্ণেরবারগুলো অবৈধভাবে ভারতে পাচার উদ্দেশ্য রাখা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করতে পারেনি। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা১১ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ -বিজিবি জানতে পারে, দামুড়হুদার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী চালানো হয়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়ালঘরের ভিতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো (২.৩৩৫ কেজি) ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন (পিবিজিএম) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড় জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। স্বর্ণেরবারগুলো অবৈধভাবে ভারতে পাচার উদ্দেশ্য রাখা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করতে পারেনি। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা১১ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ -বিজিবি জানতে পারে, দামুড়হুদার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী চালানো হয়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়ালঘরের ভিতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো (২.৩৩৫ কেজি) ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন (পিবিজিএম) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড় জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।