আহসান আলম, চুয়াডাঙ্গা
“প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করা। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠালে ওই টাকা নিরাপদে থাকবে। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমণ করতে হবে। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চুয়াডাঙ্গা শ্রম ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোসাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার শিমুল কুমার মন্ডল, সাংবাদিক মেহেরাব্বীন সানভি। আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী দর্শনার শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক নবচেতনার আহসান আলম, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও টিটিসির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন টিটিসির ইন্সট্রাক্টর আলামিন হোসেন। আলোচনা সবার শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ কারীদের মধ্যে চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিংগাপুর প্রবাসী মো. শাহিদুজ্জামান টরিক ও জর্দান প্রবাসী মোছা. পারভীন আক্তারকে পুরস্কৃত করা হয়।